মেরু অঞ্চলের আকাশে এই রূপকথার গল্পের মত আলোকচ্ছটা দেখা যায়। ইংরেজিতে এটাকে বলা হয় ‘অরোরা’ বা ‘নর্দান লাইট’ আর বাংলায় ‘মেরুপ্রভা’। আলাস্কা, কানাডা, এবং স্ক্যান্ডিনেভিয়ার কিছু অঞ্চলে। কারণ, অরোরা দেখার জন্য এগুলোই হল সবচেয়ে ভালো জায়গা। এসব স্থানে প্রায় নিয়মিতই অরোরা চোখে পড়ে। @muhammadmustain