যুগে যুগে মানুষেরা সবসময় জীবন বাজী রেখে দুঃসাহসিক কিছু করে দেখিয়েছে । তেমনি সার্ফিং করাটাও একটা দুঃসাহসিক কাজ । সেটা যদি হয় আবার বিপজ্জনক স্থানে তাহলে তো কোন কথাই নেই । শুধু বিশাল জলরাশিই নয়, তার নীচে ওৎ পেতে থাকতে পারে মৃত্যুনামক হাঙ্গর আর ধারালো প্রবাল। এর মাঝেই সার্ফিংয়ে নামে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ৷ বিশ্বের তেমন কিছু বিপজ্জনক স্থান নিয়েই এ অ্যালবাম। এ ছবিটি হাওয়াইয়ে। হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াহু দ্বীপের উত্তর উপকূলে বাঞ্জাই পাইপলাইনকে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী তরঙ্গের এলাকা বলে মনে করা হয় ৷ এটি সার্ফিং এলাকা হিসাবেও বিখ্যাত ৷ এখানে অল্প পানিতে এমন একটি প্রবাল রয়েছে যেখানে, ৮০’র দশক থেকে এখানে সাত ব্যক্তি প্রাণ হারিয়েছেন ৷ এরপরও দুঃসাহসী এডভেঞ্চার প্রিয় মানুষ এখানে সার্ফিং করে । সার্ফিং স্পটঃ ১। ফরাসি পলিনেশীয় দ্বীপপুঞ্জের তাহিতি দ্বীপের দক্ষিণ পশ্চিম উপকূল । ২।মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে সানফ্রান্সিসকোর ম্যাভরিক্সে । ৩।পিয়াহি হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই-এ। ৪। পর্তুগালের প্রেইরা ডু নর্টে । ৫।শিপস্টার্ন ব্লাফ নামে অস্ট্রেলিয়ার তাসমানিয়ার দক্ষিণের এ অঞ্চলে । @muhammadmustain