শীতপ্রধান দেশগুলোতে খুব জনপ্রিয় একটি খেলা হচ্ছে স্কিয়িং বা Skiing। মূলত পাহাড়ি এলাকা এবং বরফে ঢাকা পথে দুই পায়ে দুটি বিশেষ বোর্ড লাগিয়ে ও হাতে একটি লাঠি নিয়ে বরফের আস্তরনের মাঝ দিয়ে এগিয়ে যাওয়ার বিশেষ খেলা স্কি বিশ্বের বিভিন্ন দেশে বেশ পরিচিত. ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেনসহ আরও বেশ কয়েকটি স্ক্যান্ডিনেভিয়ান দেশে কয়েক হাজার বছর ধরে চলে আসছে এই পুরাতন খেলাটি। মজার ব্যাপার হচ্ছে, স্কিয়িং এর প্রথম প্রচলন হয় বরফের উপর সহজে যোগাযোগের মাধ্যম হিসেবে। কিন্তু কালের বিবর্তনে এটি পৃথিবীর জনপ্রিয় খেলাগুলোর একটি। @muhammadmustain