মানব সেবাই বড় ধর্ম । মানুষের সেবা করার লক্ষেই কিছু করে যাওয়াতে জীবনের সার্থকতা । আর তার জন্যই আমি নিজের অর্জিত সম্পদ শ্রম জ্ঞান দান করে যাবো । কর্মপরিকল্পনা ঃ ১। সবার জন্য খাদ্য ঃ ক) বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করে সেগুলো ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দেওয়া । খ) দাতব্য সংস্থা তৈরি করা । গ) বিদেশি সহায়তা কাজে লাগান ঘ) মূল লক্ষ্য হবে খাবারের সুষম বণ্টন । এক্ষেত্রে ডিজিটাল প্লাটফর্ম কার্যকরী ভুমিকা পালন করবে। ২। শিশুদের নিয়ে কাজ ঃ ক) পথশিশু , কর্মজীবী শিশু , গরিব শিশুদের আশ্রয়, খাদ্য , বস্ত্র , চিকিৎসা ও শিক্ষার বাবস্থা করা । খ) তাদের জীবন মান নিশ্চিত করা । নির্যাতিত শিশুদের পাশে দাঁড়ানো । গ) শিশুদের ভালোবাসা ও মানুষের মতো মানুষ করা । শিশু শ্রম নিয়ে কাজ করা । ঘ) আগামি পৃথিবীর জন্য তাদের উপযুক্ত করে গড়ে তোলা । ৩। বয়স্ক বাবা মা কে নিয়ে কাজ করা ঃ ক) তাদের থাকা , খাওয়া , সেবার বাবস্থা করা । খ) মানসিক প্রফুল্লতা বাড়ানো । গ) দাতব্য সংস্থা তৈরি করা এবং বিদেশি সহায়তা কাজে লাগান । ঘ) তাদের কে পরিবারে ফিরিয়ে দেওয়ার বাবস্থা করা । ৪। হাঁসপাতাল তৈরি করা ঃ ক) গরিব ও অসহায় দের বিনা মুল্লে প্রপার চিকিৎসা দেওয়া । খ) সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা । গ) হাঁসপাতালের পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করা । ঘ) গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা । ৫। ব্লাড ডোনেট ক্লাব ঃ সবার রক্তের চাহিদা পুরন করা । ৬। ট্রি প্লান্টেশন ।
Comment